অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ
Profile picture for user Yeasen Hossain Emon_1
Bangladesh

অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ

১১ জুলাই ২০২০ অনলাইন মিটিং এপ্স জুম এ অনুষ্ঠিত হয় ঢাকা জেলা রোভারের অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশপ ওয়ার্কশপ - ২০২০। ওয়ার্কশপটিতে বাংলাদেশ স্কাউটস এর আইডি কিভাবে খুলতে হয়, আইডির পাসওয়ার্ড ভুলে গেলা কি করতে হবে,গ্রুপ এডমিন এর কাজ কি, জেলা এডমিন এর কাজ কি এবং বাংলাদেশ স্কাউটস এর আইডি কার্ড এ আরো কি কি বিষয় এড করা সম্ভব এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়ার্কশপটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব অলক চক্রর্বতী,ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ স্কাউটস, জনাব মো: আক্তার হোসাইন , ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ স্কাউটস, জনাব মু.ওমর আলী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার,জনাব শামীম আহমেহ, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার ও জনাব কিংসলে গোমেজ, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার।
Number of participants
90
Service hours
360
Location
Bangladesh
Topics
Youth Engagement
Youth Programme
Growth
Communications and Scouting Profile

Share via

Share