অনলাইন কন্টেন্ট তৈরি ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ ২০২০
বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে অনলাইন কন্টেন্ট তৈরী ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ শুরু হয়েছে।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেছেন জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় উপ কমিশনার সালাউদদিন আহমেদ, জাতীয় উপ কমিশনার শাফায়েতুল ইসলাম। সহকারী পরিচালক সামসুল আজাদ।
স্কাউটার এম. আলমগীর কবির এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ জন প্রশিক্ষনার্থী ।
করোনা মহামারীতে সর্বস্তরের মানুষ হয়েছে অনলাইন নির্ভর। স্কাউটিং কার্যক্রম ও এটির বাইরে নয়। আর এগুলো প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে সোস্যাল মিডিয়া। অনলাইন নির্ভর এ সময়ে স্কাউটিং কার্যক্রমের ভালোত্বের গল্প বা চিত্র গুলো তুলে ধরতে ডিজিটাল কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।
অংশগ্রহণকারীরা বাংলাদেশ স্কাউটস এর সদর দফতর থেকে শুরু করে ইউনিট লেভেলের কার্যক্রম গুলো তুলে ধরছে বিভিন্ন গ্রুপ কিংবা পেইজের মাধ্যমে। তাদেরকে পোস্টি গুলো সঠিক ভাবে জনসাধারণের মাঝে তুলে ধরার প্রয়াসে এই ওয়ার্কশপ।
শেখানো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এর লেখার নিয়ম,ছবি / ভিডিও বাছাই প্রক্রিয়া, ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর ফেসবুক নীতিমালা।
ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে৷ গত ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া কোর্সের সমাপনী হবে আজ ২৬ সেপ্টেম্বর। অংশগ্রহণকারী ও আয়োজক বৃন্দরা মনে করেন উক্ত ওয়ার্কশপের মধ্যে দিয়ে বাংলাদেশ স্কাউটস এর ভালো কাজের গল্প গুলো উঠে আসবে এবং জনসাধারণের মাঝে সমৃদ্ধ হবে। মানুষ স্কাউটিং এর প্রতি আগ্রহী হবে এবং ২০২১ সালে ২১ লক্ষ স্কাউট লক্ষমাত্রা পূর্ণ হবে৷