অনলাইন ভার্চুয়াল ক্রুমিটিং-২০২০
অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভার্চুয়াল (অনলাইন) ক্রু মিটিং যেখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সম্মানিত সাধারন সম্পাদক Reza Nasim স্যার, RSL Helal Uddin, RSL Noor স্যার , সাবেক সম্পাদক Abul Kalam Badsha স্যার,
৩৬ ও ৩৭ ইউনিট কাউন্সিলের সাবেক সভাপতি Shiblu Ahmed, ৩৮তম ইউনিট কাউন্সিলের সাবেক সভাপতি Abdus Sattar,
রাঃবিঃ রোভার স্কাউটস গ্রুপের গর্ব প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড প্রাপ্ত Kamrul Hashan ভাই এবং সহচর, সদস্য সহ বিভিন্ন স্তরের রোভারবৃন্দ।
এপর্যন্ত আমার হিসাব মতে ৩০+ জন এই "জুম ক্লাউড মিটিং"এপ্সটিতে অংশগ্রহণ করেছিলেন।
মাধ্যম: জুম অ্যাপস।