অনলাইন অ্যাডভেঞ্চার ফেস্ট ক্যাম্প -২০২০
Bangladesh

অনলাইন অ্যাডভেঞ্চার ফেস্ট ক্যাম্প -২০২০

চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস এর আয়োজনে "অনলাইন অ্যাডভেঞ্চার ফেস্ট - ২০২০ (ক্যাম্প)" এর শুভ উদ্বোধন...... আগামী ২৪ আগস্ট ২০২০, সকাল ১১ ঘটিকায়, Chattogram District Sea Scouts ফেইসবুক পেইজ হতে ফেইসবুক লাইভের মাধ্যমে "অনলাইন অ্যাডভেঞ্চার ফেস্ট - ২০২০ (ক্যাম্প)" এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন... ক্যাপ্টেন এম জাহাঙ্গীর আলম খান, পি এস সি, বিএন। অধ্যক্ষ, বি এন স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন... আরশাদুল মুকাদ্দিস, এল টি, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। ফেস্ট সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন... ইঃ লেঃ মাহবুবুল হক হাসান, বিএন। জেলা সচিব, চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস। ফেস্ট সমন্বয়কারী হিসেবে উপস্থিত থাকবেন... মশিউর রহমান, এল টি, জাতীয় উপ কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটস। উক্ত অনুষ্ঠানে প্রোগাম চীফ হিসেবে উপস্থিত থাকবেন... সৈকত দাশ, স্কাউটার, চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস। অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস এর অফিশিয়াল ফেইসবুক পেইজে। #Online_Adventure_Fest_2020 #Bangladesh_Scouts #Chattogram_District_Sea_Scouts
Number of participants
300
Service hours
1200
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Good Governance
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share