Bangladesh

অঞ্চল কর্তৃক চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলা পরিদর্শন

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার পরিদর্শন ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।আজ ৩০ অক্টোবর, শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলা অফিসে স্কাউট লিডার রেজাউল আবেদিন ইউসুফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও রেলপথ পরিদর্শন অধিদপ্তরের সরকারি রেল পরিদর্শক অসীম কুমার তালুকদার।এ সময় তিনি বলেন,স্কাউটিং কার্যক্রম নিঃসন্দেহে যুব সমাজের জন্য কার্যকরী ভুমিকা পালন করে।তথ্যপ্রযুক্তির যুগে এ প্রজন্মের শিশু কিশোরদের স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।তিনি আরো বলেন,মাদকের কড়াল থাবা থেকে মুক্তি পেতে বেশি বেশি স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সকলে এগিয়ে আসতে হবে।ইন্টারনেট আসক্তি কমাতে আমাদের মাঠের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে।এই ক্রান্তি লগ্নে আরো সচেতন হবার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রতি আরো সোচ্চার হতেও আহবান জানান তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) মোঃমশিউর রহমান,এলটি,জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন) ও দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি শাহীন রাজু,এলটি, রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) লিডার ট্রেনার প্রদীপ কুমার নাহা। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সম্পাদক আজিজুল মাওলা,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রকিব,জেলা কাব লিডার আমিনুল করিম বাবু। বৃক্ষরোপণে অংশগ্রহণ অসীম কুমার তালুকদার সহ অন্যান্যদের। পরে বন্দর স্টেডিয়ামের সামনে বৃক্ষরোপন করেন অসীম কুমার তালুকদার সহ স্কাউটারগন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার ফয়েজ আহমেদ, জেলা রোভার লিডার বাবুল চন্দ্র দাশ সহ বিভিন্ন স্কুল,কলেজ, মুক্তদলের কাব, স্কাউট, রোভার, লিডারবৃন্দ।
Number of participants
57
Service hours
171
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share