আমার শহর রাখিব সুন্দর
বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে আমি ও আমার দল অংশগ্রহণ করি। আমরা বগুড়া শহরের কলোনি এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে বগুড়া বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এতে বগুড়ার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট হতে কলোনি বাজার পর্যন্ত পুরো রাস্তা ময়লা পরিষ্কার করা হয়। এতে আমাদের শহরের পথচারীদের উদ্দেশ্য ঘোষণা দেওয়া হয় যে রাস্তার যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য।
এই কার্যক্রমের মাধ্যমে শহরের মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা সম্পর্কে জানতে পারে। এবং ময়লা আবর্জনার আমাদের কি কি ক্ষতি করছে সে সম্পর্কে জানতে পারে। এবং শহরের প্রতিটি রাস্তায় ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে।