আড্ডা হবে গানে গানে পর্ব :-৩
Bangladesh

আড্ডা হবে গানে গানে পর্ব :-৩

মানব সেবায় রোভারিং ফেইসবুক পেইজ কর্তৃক বিশেষ আয়োজন "আড্ডা হবে গানে গানে" পর্বঃ ০৩ উক্ত লাইভ অনুষ্ঠানটি গানের আড্ডায় মাতাতে আসছেন, ০১. মোঃ ইব্রাহীম মিয়া সিনিয়র রোভার মেট নরসিংদী সরকারি কলেজ রোভার গ্রুপ। নরসিংদী জেলা রোভার। ০২. পম্পি বড়ুয়া সিনিয়র রোভার মেট রাঙ্গামাটি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও সিনিয়র রোভার মেট প্রতিনিধি রাঙ্গামাটি জেলা রোভার। ০৩. ইমাম হোসাইন সজীব সহকারী রোভার মেট শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ রোভার স্কাউট গ্রুপ। কক্সবাজার জেলা রোভার। ০৪. রুহি দেবনাথ গার্ল-ইন-রোভার কর্ণিকার মুক্ত গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপ। সুনামগঞ্জ জেলা রোভার। উক্ত লাইভ অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন, সাদী সারোয়ার, রোভার, ক্রিস্টাল ওপেন স্কাউট গ্রুপ ও সদস্য, মিডিয়া টীম, বাংলাদেশ স্কাউটস । ডিজাইন কৃতজ্ঞতাঃ রোভার কায়েস সিনিয়র রোভার মেট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। দিনাজপুর জেলা রোভার।
Number of participants
100
Service hours
100
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF
Partnerships
Growth

Share via

Share