৬ষ্ঠ ভার্চুয়াল(অনলাইন) ক্রু-মিটিং -২০২০
গত ২২ আগস্ট ২০২০ ইং রোজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ- এর ৬ষ্ঠ বারের মতো অনলাইন ক্রু-মিটিং আয়োজন করা হয়।উক্ত ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক মহা. নাসিম রেজা স্যার,প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিআরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার।এছাড়াও উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউটের রত্ন পিআরএস প্রাপ্ত এম. এম. কামরুল হাসান স্যার এবং তিনি পিআরএস অর্জন করতে হলে আমাদের কি কি করণীয় সে বিষয়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত ধারণা দেন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের গার্ল-ইন-রোভার ও রোভারবৃন্দরা।