৬২ তম জোটা ও ২৩ তম জোটি,  বাংলাদেশ ।
Profile picture for user Rafwan_1
Bangladesh

৬২ তম জোটা ও ২৩ তম জোটি, বাংলাদেশ ।

সারা দেশে শুরু হয়েছে ৬২ তম জোটা ও ২৩ তম জোটি।বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় সদর দফতরের শামস হলে ১৯ অক্টোবর কার্যক্রমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিজ্ঞ সদস্য ও প্রাক্তন জাতীয় কমিশনার (উন্নয়ন) জনাব উজ্জল বিকাশ দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিণলন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) জনাব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জাতীয় কমিশনার (সংগঠন) জনাব আখতারুজ জামান খান কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) ও সচিব, রেলপথ মন্ত্রণালয় জনাব মো: মোফাজ্জেল হোসেন।
Started Ended
Number of participants
950
Service hours
11400
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Communications and Scouting Profile
Global Support Assessment Tool

Share via

Share