
৬১তম জোটা ২২তম জোটি ২০১৮
২০-২১ অক্টোবর ২০১৮
উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী ৬১তম জোটা ও ২২তম জোটি ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। শুভ উদ্বোধন করেন ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস। সেই সাথে ২১ অক্টোবর ২০১৮ তারিখে নরসিংদী বিয়াম জিলা স্কুলে ৬১তম জোটা ও ২২তম জোটির উদ্বোধন করেন নরসিংদী জেলা স্কাউট এর সভাপতি ও জেলা প্রশাসক জনাব সৈয়দা ফারহানা কাউনাইনসহ জেলা স্কাউটের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আমাকে উক্ত কার্যক্রমে স্টেশন অপারেটর ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দায়িত্ব দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস এক্সটেনশন বিভাগ ও নরসিংদী জেলা স্কাউটসকে।