৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে অংশগ্রহন

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
প্রতি বছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশের করুণ অবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে, পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা গড়ে তুলতেই এই দিনটি পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের একশ’টিরও বেশি দেশে প্রতিবছর ৫ জুন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী পরিবেশ মেলা এবং মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। পরিবেশ দিবসের প্রতিপাদ্যের আলোকে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’।
Number of participants
2000
Service hours
12000
Beneficiaries
6
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Youth Engagement
Responsible consumption
Initiatives
Environment and Sustainability

Share via

Share