৪র্থ নাটোর জেলা রোভার স্কাউট মেট কোর্স২০২১
১জানুয়ারী ২০২১তারিখ থেকে শুরু হয় ৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স ৫দিনের প্রোগ্রাম টি ছিলো সেশন ও হাতে কলমে শেখা। ১০জন আরএসএল স্যার ও ম্যাডাম আমাদের সাথে সবসময়ই ছিলেন দিক নির্দেশনা দিতে।ভোর ৫টা থেকে শুরু করে রাত ১২ টা পর্যন্ত আমাদের কার্যক্রম ছিল। এই প্রোগ্রামে ৫০জন রোভার ও গার্ল ইন রোভার বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন।