৪র্থ নাটোর জেলা রোভার স্কাউট মেট কোর্স ২০২১ এর প্রথম দিন
৪র্থ নাটোর জেলা রোভার স্কাউট মেট কোর্স ১ফেব্রুয়ারী দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু পতাকা উত্তোলনের মাধ্যমে। তার পরে গুরুত্বপূর্ণ সেশন হয়।রাতে তাবু জলসার প্রস্তুতি এবং রাতের খাবার খেয়ে আমরা প্রশিক্ষকের অনুমতি পেয়ে ১০.৩০ মিনিটে ঘুমাতে যায়। এই প্রোগ্রামে ৫০জন রোভার ও গার্ল ইন রোভার স্কাউট অংশ নেন।