৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স ৪র্থ দিন (১ম পর্ব- হাইকিং)
৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স ৪র্থ দিনের প্রথম পর্বে ছিল হাইকিং। মেট কোর্স এ হাইকিং বিষয়টি খুবই মজার। একটা অজানা জায়গায় পথ খুঁজে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। বিভিন্ন চিহ্ন অনুসরন, ধাঁধার উত্তর বের করা, কদম মেপে সঠিক পথ খোঁজা ইত্যাদি বিষয়।
প্রত্যেকেই তার উপদলের সাথে হাইকিং এ গিয়েছিল। আমরাও আমাদের বারনই নদী উপদলের সকল সদস্যদের নিয়ে হাইকিং এ বের হই সকালে। এর পর স্থান খুঁজে বের করার পর সেই নতুন স্থানে আমাদের প্রশিক্ষক স্যার ম্যাম দের নির্দেশ মতো কিছুক্ষণ ঘোরা ঘুরি করি।