৪র্থ ডে-ক্যাম্প ও বার্ষিক তাবুবাস-২০২০
পাবনা জেলার অন্তর্ভুক্ত বেড়া উপজেলার আল-হেরা একাডেমি স্কাউট গ্রুপের ৪র্থ ডে-ক্যাম্প ও বার্ষিক তাবুবাস অনুষ্ঠিত হয় ০৪ মার্চ থেকে ০৬ মার্চ ২০২০ খ্রিঃ।
এ ক্যাম্পের থীম নির্ধারণ করা হয় "নৈতিকতা উন্নয়নে মুজিব শতবর্ষ স্কাউটিং "
উক্ত ডে-ক্যাম্পে ৮০ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট অংশগ্রহণ করে।