৪২৯তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স
১৫-১৯ মার্চ, ২০১৮ তারিখে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট, আটিবাড়ী, সাহেপ্রতাব, নরসিংদীতে অনুষ্ঠিত হয় ৪২৯তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। কোর্সের কোর্স লিডার ছিলেন স্কাউটার এস এম নজরুল ইসলাম - এল টি, আঞ্চলিক উপ কমিশনার ( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য ), বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল। উক্ত কোর্সে আমাকে একজন প্রশিক্ষনার্থী হিসেবে সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদের স্কাউটস, ঢাকা অঞ্চলকে।
উক্ত কোর্সের প্রশিক্ষক ছিল ১০ জন ও প্রশিক্ষনার্থী ছিলাম আমরা ৪০ জন।