৪০৮ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ঝিনাইদহ জেলা স্কাউট ভবন, ঝিনাইদহ
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং ঝিনাইদহ জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় জেলা স্কাউট ভবনে ২৩-২৭ ফেব্রুয়ারী, ২০২১ তারিখ ৪০৮ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয় । উক্ত কোর্সের শুভ উদ্ভোধন করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ ও মাননীয় পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম ।
কোর্স চলাকালে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান জনাব আমির হোসেন মোল্লা ও সম্পাদক জনাব এইচ এম মহসিন । কোর্সের সার্বিক খোজ খবর রাখেন জনাব সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ।
বেসিক কোর্স চলাকালীন সময়ে হঠাৎ করেই পরিদর্শনে আসেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপসচিব এবং সৃজনী মুক্ত স্কাউটস গ্রুপের সম্মানিত সভাপতি জনাব আবি আব্দুল্লাহ ।
উক্ত বেসিক কোর্সে ঝিনাইদহ জেলার ৩৬ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ৪০৮তম বেসিক কোর্সে প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সুবর্ণা রানী সাহা। এছাড়াও যশোর জেলা থেকে অংশগ্রহণ করেন দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের রোভার জুবায়ের বিন মকলেছ এবং রোভার মোঃ রহমত উল্লাহ।
কোর্সে কোর্স লিডার হিসাবে দায়িত্ব পালন করেন জনাব কামরুন্নাহার । এছাড়াও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মনোয়ার আহমেদ, মূন্সী মোঃ আবু জাফর, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, জুবাইদুন্নেছা র্যাপি, মাহেদুল ইসলাম প্রমুখ।
সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ঝিনাইদহ জেলা স্কাউট ভবনে ৪০৮ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স মহা তাবু জলসা ও সনদ বিতরণের মাধ্যমে সুষ্ঠভাবে সম্পন্ন হয়।