৩য় ভার্চুয়াল ক্রু-মিটিং -২০২০
গত ২ মে ২০২০ ইং শনিবার প্রতিবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ- এর ভার্চুয়াল ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্রু-মিটিং এ ৩০ জন রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ এবং গ্রুপ কাউন্সিলের সম্পাদক মহা. নাসিম রেজা স্যার,নূর ইসলাম বাবু স্যার এবং সাবেক গ্রুপ সম্পাদক শ্রদ্ধেয় আবুল কালাম (বাদশা) স্যার।উক্ত ক্রু-মিটিং এ উপস্থিত আরএসএল স্যাররা বিশ্বের বর্তমান মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় রোভারদের অর্থ্যাৎ আমাদের কি কি করণীয় সে বিষয়ে ধারণা দেন এবং আরএসএল হেলাল উদ্দিন স্যার রোভার সদস্য স্তরের রোভার প্রোগ্রাম বিষয়ে ক্লাস নেন।