৩৩তম রোভার সহচর দীক্ষা ক্যাম্প ২০১৯
সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৩তম দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। যেখানে তাবুকলা, বিপি পিটি, নাইট হাইকিং ও হাইকিং এর মাধ্যমে একটা অসাধারণ ক্যাম্প পরিচালিত হয়েছে। যার ফলে উক্ত দীক্ষা ক্যাম্পের জন্য নতুন সদস্য দের মনে জেগেছে রোভারিং এবং স্কাউটিং এর প্রতি আলাদা অনুভূতি এবং সম্মান। তাছাড়া মহা তাবু জলসার মধ্যে তারা পেয়েছে নিজেদের প্রতিভার প্রকাশের সুযোগ। তারা আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের অতীতের ভুল শুধরে নিজেকে সঠিক ভাবে নতুন করে সৎ ভাবে জীবন পরিচালনা করার জন্য হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ। দীক্ষার মাধ্যমে তারা যুক্ত হয়েছে স্কাউটিং আন্দোলনের সাথে। তারা নিয়েছে নিজ দল, নিজের জেলা এবং রোভার স্কাউট সংগঠন এর দায়িত্ব, যার সম্মান তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় ঐক্যবদ্ধ।