৩৩,৩৪,৩৫ তম শতবর্ষ ঢাকা জেলা রোভার মেট কোর্স- ২০১৮
গত ১১-১৫ অক্টোবর,২০১৮ বাংলাদেশ স্কাউটস,ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত
"৩৩,৩৪,৩৫ তম শতবর্ষ ঢাকা জেলা রোভার মেট কোর্স- ২০১৮" অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে আমি সহ আরো ৩০০জন (রোভার,গার্ল ইন রোভার,কর্মকর্তা ও ভলেন্টিয়ার) অংশগ্রহণ এবং সফলতার সাথে সম্পন্ন করি।