২৭৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণ
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং ঝিনাইদহ জেলা স্কাউটসের
ব্যবস্থাপনায় জেলা স্কাউট ভবনে ১১-১৫ মার্চ, ২০২১ তারিখ ২৭৩ তম
স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয় । উক্ত কোর্সের শুভ উদ্ভোধন
করেন ঝিনাইদহ জেলার নবনিযুক্ত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর
রহমান। কোর্সের সার্বিক খোজ খবর রাখেন জনাব সেলিম রেজা, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) ।
উক্ত বেসিক কোর্সে ঝিনাইদহ জেলার ৩৮ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২৭৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে
প্রশিক্ষণার্থী হিসাবে
অংশগ্রহণ করেন ঝিনাইদহ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসার জনাব সুচন্দন
মন্ডল । এছাড়াও যশোর জেলা থেকে অংশগ্রহণ করেন দোয়েল মুক্ত রোভার স্কাউট
গ্রুপের রোভার জুবায়ের বিন মকলেছ এবং রোভার মোঃ রহমত উল্লাহ।
কোর্সে কোর্স লিডার হিসাবে দায়িত্ব পালন করেন জনাব আবু বকর সিদ্দিক । এছাড়াও
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মিজানুর রহমান,
মোঃ দিদার হোসেন, জামাল উদ্দীন, রেছাউদ্দোউল্লাহ খান, শিরিন সুলতানা, আবু
তাহের ,রুহুল আমিন প্রমুখ।
সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ঝিনাইদহ জেলা স্কাউট ভবনে ২৭৩ তম স্কাউট
ইউনিট লিডার বেসিক কোর্স মহা তাবু জলসা ও সনদ বিতরণের মাধ্যমে সুষ্ঠভাবে
সম্পন্ন হয়।