২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর)উৎযাপন -২০২১
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্ণ হলো।উক্ত এই দিবসকে ঘিরে রাজশাহী জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত রাজশাহী শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে পুষ্প দিয়ে বরণ, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মোঃ হূমায়ুন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন,পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক,রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন।সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। এছাড়াও উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন পেশাজীবীর সরকারি চাকুরিজীবীসহ বিভিন্ন ইউনিটের রোভার ও গার্ল-ইন-রোভার এবং গার্ল-গাইডবৃন্দরা।