২৫৫ও২৫৬ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স
স্থান:-দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বাগেরহাট
বাংলাদেশ স্কাউটস,খুলনা আঞ্চল এর আয়োজনে ২৫৫ও২৫৬ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে বাগেরহাট জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আনেক শিক্ষক উপস্তিত ছিল এবং এদের সাথে ১৫ জন রোভার উপস্তিত ছিল। এ কোর্স টি ৫ দিন ব্যাপি ছিল।