২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস -২০২১
গতো ২৫/০৩/২০২১ ইং রোজ বৃহস্পতিবার জাতীয় গণহত্যা দিবস পালনকালে শহীদদের স্মৃতির স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও প্রদীপ প্রজ্বলন করেন ড. মোঃ হূয়ায়ন কবীর,বিভাগীয় কমিশনার রাজশাহী। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বাতেম,ডিআইজি রাজশাহী, জনাব মোঃ আবুল কালাম সিদ্দীক, রাজশাহীর পুলিশ কমিশনার সহ বিভিন্ন সরকারি -বেসরকারি অফিসার, শান্তিরক্ষাবাহিনী এবং বিভিন্ন ইউনিটের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।