২১শে ফেব্রুয়ারী ২০২১
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী"
________"আমি কি তোমায় ভুলিতে পারি"______
২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, বগুড়া পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ পক্ষ থেকে কলেজ ক্যাম্পাস শহীদ মিনারে ফুল অর্পন। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী মোঃজয়নাল আবেদিন স্যার গ্রুপ সভাপতি বপই রোভার স্কাউট, ও গ্রুপ সম্পাদক, গ্রুপ লিডার ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন সহ রোভারন্দরা।
#২১_আমাদের_চেতনা