1st Indo-Bangla Community Based Scout Online Program Exchange (১ম ইন্দো-বাংলা কমিউনিটি বেজড স্কাউট অনলাইন প্রোগ্রাম এক্সচেঞ্জ )
২৮ ই জুন থেকে ৪ই জুলাই ২০২০ অনুষ্ঠিত হলো ১ম ইন্দো-বাংলা কমিউনিটি বেজড স্কাউট অনলাইন প্রোগ্রাম এক্সচেঞ্জ ।
এই প্রোগ্রাম টি দুটি দেশ যথাক্রমে বাংলাদেশ এবং ভারত এর স্কাউট গণ এবং রোভার গণ দের মধ্যে বন্ধুতবপূর্ণ ভাব সৃষ্টি করতে অনুষ্ঠিত হয় । এই প্রোগ্রাম টি ৭ দিন ব্যাপী ছিলো । প্রতি দিন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতের ১ টি করে দল অনলাইন মাধ্যম গুগল মিট এ অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম টির ৫ ম দিন ২জুলাই ২০২০ বাংলাদেশ স্কাউটস এর ক্রিস্টাল ওপেন স্কাউটস এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর গঙ্গানগর শিক্ষণ শিবির স্কাউটস অ্যান্ড গাইডস এর মধ্যে এই প্রোগ্রাম টি পরিচালিত হয়।
এই প্রোগ্রাম এর মাধ্যেমে আমরা দুই দেশ এর বিভিন্ন ধরনের সামাজিক, ধর্মীয় উৎসব এবং রীতি নীতি সম্পর্কে জানতে পারি এবং জানাতে পেরেছিলাম ।
এভাবেই প্রতি দিন দুই দেশ এর মধ্যে এই প্রোগ্রাম টি ৭দিন ব্যাপী চলেছিলো।
পরিশেষে এই অনলাইন বেইসড প্রোগ্রামটি খুবই সাফল্য মন্ডিত হয়েছে।