১ম ও ২য় দক্ষতা অর্জন বিষয়ক কোর্স-২০১৯
গত ১-৩ আগস্ট, ২০১৯ ইং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভার কর্তৃক আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয়, রাজশাহী তে "১ম ও ২য় দক্ষতা অর্জন বিষয়ক কোর্স-২০১৯" অনুষ্ঠিত হয়।উক্ত কোর্সটি তে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী জেলা রোভারের কমিশনার,সম্মানিত সম্পাদক, ডিআরএসএল, আরএসএল এবং বিভিন্ন ইউনিট থেকে আগত রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।কোর্সটির শেষের দিন খুব চমৎকারভাবে তাবুজলসার মাধ্যমে শেষ হয়।