১৭৮ নং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত, "১ম ভার্চুয়াল গ্রুপ ক্যাম্প" ১২-১৪ জুন,২০২০
Profile picture for user scouttahsinahmedshuvo@gmail.com_1
Bangladesh

১৭৮ নং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত, "১ম ভার্চুয়াল গ্রুপ ক্যাম্প" ১২-১৪ জুন,২০২০

১৭৮ নং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত,
"১ম ভার্চুয়াল গ্রুপ ক্যাম্প"
১২-১৪ জুন,২০২০

১২ জুন ২০২০ তারিখ (শুক্রবার) গুগল মিট অ্যাপের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। স্কাউট সদস্যগণ ঘরে থেকেই ইন্টারনেটের সুযোগে ভার্চুয়াল গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণ করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক উপ কমিশনার (আইসিটি) জনাব মোঃ হাসান মাসুদ, এএলটি। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা এর জেলা স্কাউট লিডার জনাব এ.এস.এম মোকাররম হোসেন সরকার, এএলটি। 
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) জনাব কল্লোল সরকার মনজিত, এএলটি; বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা এর সহকারী পরিচালক জনাব মোঃ এখলাস উদ্দীন; বাংলাদেশ স্কাউটস, তারাকান্দা উপজেলা এর উপজেলা স্কাউট লিডার জনাব মোঃ নুরুল আমিন, এএলটি; লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়, সদর, ময়মনসিংহ এর প্রধান শিক্ষক জনাব আমেনা বেগম চম্পা, এএলটি; প্যারাডাইস ওপেন স্কাউট গ্রুপ, ধোবাউড়া, ময়মনসিংহ এর সম্পাদক জনাব মোঃ খায়রুল ইসলাম রতন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে ১ম দিনের সেশন শুরু হয়। সেশন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।

৩ দিন ব্যাপী ভার্চুয়াল গ্রুপ ক্যাম্প, গুগল মিট অ্যাপের মাধ্যমে ১৩ জুন, ২০২০ তারিখ (শনিবার) দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপস্থিত থেকে ক্যাম্পকে মনোমুগ্ধকর করে তোলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সম্পাদক ও ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা "জনাব শেখ হাফিজুর রহমান"।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) জনাব কল্লোল সরকার মনজিত, এএলটি; বাংলাদেশ স্কাউটস, তারাকান্দা উপজেলা এর উপজেলা স্কাউট লিডার জনাব মোঃ নূরুল আমিন, এএলটি; স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ, ময়মনসিংহ এর স্কাউট ইউনিট লিডার জনাব মতিউর রহমান ফয়সাল, পিএস ও উডব্যাজার।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা এর জেলা স্কাউট লিডার জনাব এ.এস.এম মোকাররম হোসেন সরকার, এএলটি। 
স্কাউট সদস্যগণ বিভিন্ন রোমাঞ্চকর সেশনে অংশগ্রহণ করে। যেমনঃ ট্রুপ মিটিং, দড়ির কাজ (গেরো সমূহ), ইংরেজিতে নিজেকে জানা ইত্যাদি। তাছাড়াও স্কাউট সদস্যগণ স্কাউটস ওনে অংশগ্রহণ করে। স্কাউটস ওন হলো স্কাউটদের একান্ত নিজস্ব অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের স্কাউট সদস্যগণ পরিবেশন করে ক্বেরাত, গীতা পাঠ, হামদ, নাত, উপাখ্যান সহ বিভিন্ন ধর্মীয় বিষয়।

৩ দিন ব্যাপী ১ম ভার্চুয়াল গ্রুপ ক্যাম্প, গুগল মিট অ্যাপের মাধ্যমে ১৪ জুন, ২০২০ তারিখ (রবিবার) তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপস্থিত থেকে ক্যাম্পকে মনোমুগ্ধকর করে তোলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) জনাব কল্লোল সরকার মনজিত, এএলটি; আঞ্চলিক উপ কমিশনার (আইসিটি) জনাব মোঃ হাসান মাসুদ, এএলটি; বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ সদর উপজেলা এর সম্পাদক জনাব জি.এম.এম মোফাচ্ছেরুর রহমান মঞ্জু ; বাংলাদেশ স্কাউটস, তারাকান্দা উপজেলা এর উপজেলা স্কাউট লিডার জনাব মোঃ নূরুল আমিন, এএলটি।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা এর জেলা স্কাউট লিডার জনাব এ.এস.এম মোকাররম হোসেন সরকার, এএলটি।
স্কাউট সদস্যগণ বিভিন্ন রোমাঞ্চকর সেশনে অংশগ্রহণ করে। যেমনঃ প্রাথমিক প্রতিবিধান, বৃক্ষরোপণ, তথ্য প্রযুক্তি,প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের কৌশল ইত্যাদি। তাছাড়াও স্কাউট সদস্যগণ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ক্যাম্পের আরেকটি আকর্ষণ ছিল মহাতাঁবু জলসা। স্কাউট সদস্যগণ মহাতাঁবু জলসায় গান পরিবেশন করে।
সবশেষে, ১২-১৪ জুন, ২০২০ তারিখ পর্যন্ত (৩ দিন ব্যাপী) অনুষ্ঠিত ১ম ভার্চুয়াল গ্রুপ ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা এর জেলা স্কাউট লিডার জনাব এ.এস.এম মোকাররম হোসেন সরকার, এএলটি।

৩ দিন ব্যাপী ১ম ভার্চুয়াল গ্রুপ ক্যাম্প এর সার্বিক সঞ্চালনা করেন টপ এচিভার স্কাউটস এসোসিয়েশন, ময়মনসিংহ এর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাকিব, পিএস।

আইটি সাপোর্ট এ ছিলেন,
শান্ত সাহা(সিডিএস-২০১৭)
সার্বিক সহযোগিতায় ছিলেন,
অনিক রহমান(পিএস-২০১৬,সিডিএস-২০১৭)
প্রিয়া সরকার (পিএস-২০১৮,সিডিএস-২০১৮)
অর্পিতা সরকার বর্ণ(পিএস-২০১৮,সিডিএস-২০১৮)
মায়িশা রহমান(পিএস-২০১৮,সিডিএস-২০১৮)

#1stvirtualgroupcamp
#178pihsscouts
#GoogleMeet
#Mymensingh

Started Ended
Number of participants
300
Service hours
3000
Location
Bangladesh
Topics
Youth Programme
Communications and Scouting Profile

Share via

Share