১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, পঞ্চগড়...
Profile picture for user Md. Abirul_1
Bangladesh

১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, পঞ্চগড়...

গত ১৮-২২ ডিসেম্বর ২০২০ ইং তারিখ বাংলাদেশ স্কাউটস এর স্কাউটিং এক্সটেনশন বিভাগের সহযোগিতায়, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলার ব্যবস্থাপনায় ডা. আবিদা হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয় এ ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান চৌধুরী, এল.টি. এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত চন্দ্র কর্মকার, এ.এল.টি. আলেক চান, এ.এল.টি. ফাহমিদা ইয়াসমিন, উডব্যাজার সহ আরো অনেকে। প্রায় ৩৯ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে ৫ দিন ব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হয়।...
Started Ended
Number of participants
39
Service hours
3120
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
SDGS

Share via

Share