১৬৪ তম বিপি দিবস উৎযাপন -২০২১
আজ ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং রাজশাহী জেলা রোভারের উদ্যোগে স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল -এর ১৬৪ তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত হয়।বিপি দিবস উপলক্ষ্যে প্রথমে র্যালি ও পরে কেক কাটার মাধমে আলোচনা সভা হয়।উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলা রোভারের কমিশনার ড. মোঃ ইলিয়াস উদ্দিন স্যারের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় জনাব এস এম রেজাউল ইসলাম।এছাটা আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভারের সম্পাদক স্যার ড. মোঃ জহিরুল ইসলাম,কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী,যুগ্ন সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমানসহ রাজশাহী জেলা রোভার অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি শ্রদ্ধেয় স্যার সালেহ আহমেদ।আরএসএলদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন কলেজের আরএসএল মোছাঃ মাহফুজা খানুমসহ আরো অনেকে এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের রোভারবৃন্দ ও গার্ল-ইন-রোভারবৃন্দ।উক্ত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালন করেন রাজশাহী জেলা রোভারের সিনিয়র রোভার মেট রোভার মোঃ মোস্তাকিন রহমান।