১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভোলা জেলা রোভারের আয়োজনে বিকাল ০৪:০০ টায় অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ০৭:০০ টায় জেলার বিভিন্ন ইউনিটের আরএসএল এবং রোভারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।ভোলা জেলা রোভারের সম্মানিত সম্পাদক জনাব মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় এবং ভোলা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া স্যারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভার স্কাউটের সম্মানিত কমিশনার প্রফেসর পারভীন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজ লালমোহন-এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা । এছাড়াও জেলা রোভারের কোষাধ্যক্ষ জনাব মাজাহার স্যার, জেলার অন্যান্য কলেজের বিভিন্ন ইউনিটের সম্মানিত আরএসএল বৃন্দ ও বিভিন্ন কলেজের রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।