১৩৬ তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিলকোর্স সফলভাবে সম্পন্ন হয়
১০ থেকে ১৩ নভেম্বর বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে খুলনা অঞ্চলের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে সম্পন্ন হয় ১৩৬ তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স। সমাপনী এবং তাঁবু জলসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, যশোরের প্রধান প্রফেসর ড.মোল্লা আমির হোসেন।
দেশ ও জাতির সার্বিক উন্নতি সাধনে স্কাউটারদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে তিনি জানান।১৩৬ তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে কোর্স লিডার ছিলেন স্কাউটার জনাব আবু হান্নান । তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কোর্স পরিচালনা করেছিলেন।
কোর্সে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের স্কাউটার জনাব মনোয়ার আহমেদ , খুলনা অঞ্চলের উপ-পরিচালক জনাব এএইচএম মোহসীন স্যারসহ আরো অনেকে।
কোর্সে কাবদের পরিচালনার জন্য যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হয়।কাব কার্নিভাল,কাব অভিযান, কাব হলিডে, গুপ্তধন উদ্ধার, কাব আইননৃত্য, বিপি পিটি সহ সকল কার্যক্রম এর প্রশিক্ষণ দেওয়া হয়।
১০ নভেম্বর শুরু হওয়া কোর্সটি শেষ হয় ১৩ নভেম্বর এবং সফলভাবে সম্পন্ন হয় উপরিউক্ত কোর্সটি।