১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীতে সেচ্ছাসেবক কার্যক্রম।
Profile picture for user Abdullah Mamun_1
Bangladesh

১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীতে সেচ্ছাসেবক কার্যক্রম।

২০১৯সালের সানসো স্কাউট জাম্বুরীতে আমি ভেঞ্চারঃ৬ করি ও শিখি( Learning by Doing)এ সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি।এই ভেঞ্চারে আমরা ১৬জন রোভার ছিলাম।জাম্বুরীর অন্যতম একটি আকর্ষণীয় ভেঞ্চার ছিলো করি ও শিখি।যেখানে স্কাউটরা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কিছুর উপর দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পেরেছিলো।যেগুলো হল-বাইসাইকেল মেরামত,সায়েন্স প্রজেক্ট,সম্পাদকের কাজ,পাইপ মিস্ত্রি,ক্রাফট,বাসার ছাদে বাগান,খাদ্য সংরক্ষণ,ফায়ার ফয়টিং,আই সি টি,দোভাষী, ট্রুপ মিটিং ইত্যাদি।যা বিভিন্ন স্টলে সাজানো ছিলো এবং স্কাউটরা এগুলো জ্ঞান অর্জন করে।এছাড়াও কিছু আকর্ষণীয় পুরষ্কার অর্জন করে তারা।
Started Ended
Number of participants
16
Service hours
2560
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Communications and Scouting Profile
Partnerships
Legacy BWF

Share via

Share