১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীতে সেচ্ছাসেবক কার্যক্রম।
২০১৯সালের সানসো স্কাউট জাম্বুরীতে আমি ভেঞ্চারঃ৬ করি ও শিখি( Learning by Doing)এ সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি।এই ভেঞ্চারে আমরা ১৬জন রোভার ছিলাম।জাম্বুরীর অন্যতম একটি আকর্ষণীয় ভেঞ্চার ছিলো করি ও শিখি।যেখানে স্কাউটরা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কিছুর উপর দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পেরেছিলো।যেগুলো হল-বাইসাইকেল মেরামত,সায়েন্স প্রজেক্ট,সম্পাদকের কাজ,পাইপ মিস্ত্রি,ক্রাফট,বাসার ছাদে বাগান,খাদ্য সংরক্ষণ,ফায়ার ফয়টিং,আই সি টি,দোভাষী, ট্রুপ মিটিং ইত্যাদি।যা বিভিন্ন স্টলে সাজানো ছিলো এবং স্কাউটরা এগুলো জ্ঞান অর্জন করে।এছাড়াও কিছু আকর্ষণীয় পুরষ্কার অর্জন করে তারা।