100 years rovering bicycle rally 2018 bangladesh
শতবর্ষ বাই-সাইকেল র্যালি ২০১৮
৫ থেকো ৯ নভেম্বর ২০১৮ তারিখ
বিশ্ব স্কাউটস সংস্থার রোভারিং এর শতবর্ষ পূর্তিতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে পুরো বাংলাদেশ থেকে প্রায় ৭০০ সাইকেলে রোভার স্কাউটরা ঢাকা কলেজ মাঠে এসে মিলিত হয়। রোভার স্কাউটরা সাধারন মানুষদের স্কাউটিং সম্পর্কে জানাই এবং মানুষদের ১১টি বিষয় সম্পর্কে জানাই। তার মধ্যে অন্যতম হচ্ছে দূর্যোগ, শিক্ষা,নারী নির্যাতন, শিশু শ্রম, কুসংস্কারের ক্ষতি ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষদের জানাই ও লিফলেট বিতরন করে।
বাংলাদেশের ইতিহাসে এত বড় সাইকেল র্যালি এর আগে কখনো হয়নি।