Profile picture for user yeasin918273
Bangladesh

যৌথ ট্রুপ ও ক্রু মিটিং

২৩-০৮-২০২৩ স্কাউটিং কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে আজ "সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপ" কামরাঙ্গীরচর আইডিয়াল হাই স্কুল এর স্কাউট বৃন্দদের সাথে যৌথ ভাবে সাপ্তাহিক ট্রুপ ও ক্রু মিটিং এ অংশগ্রহণ করে। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন এর ৫নং উপ- এলাকা সম্পাদক এবং সুফিয়াদেওয়ান ওপেন স্কাউট গ্রুপ এর গ্রুপ স্কাউট লিডার জনাব মোঃ শহিদুল ইসলাম, সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপ এর সম্পাদক জনাব আব্দুস সাত্তার স্যার এবং সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ সোহাগ হোসেন ভাই ও উক্ত প্রতিষ্ঠান এর শিক্ষকবৃন্দ। কামরাঙ্গীরচর আইডিয়াল হাই স্কুল স্কাউট দলের কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Location
Topics
Leadership
Growth
Communications and Scouting Profile

Share via

Share