Scouts are Ready For Service in COVID-19 Situation
বাংলাদেশ স্কাউটস এর পরবর্তী নির্দেশনা আসা না পর্যন্ত সকল স্কাউট ও রোভার স্কাউটরা নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য আহবান করা হয়েছে।তাছাড়া পিপিই ছাড়া করোনা প্রতিরোধ কার্যক্রমে বা স্কাউট পরিচয়ে বের হওয়া যাবে না।কোনো কপরবর্তী নির্দেশনা হলে শুধু মাত্র জেলা ভিত্ত্বিক এডাল্ড লিডার ও রোভার এর সমন্ময়ে গঠিত সার্ভিস টিম করোনা প্রতিরোধ এর কার্যক্রমে পরিবারের সম্মতা নিয়ে কাজ করবেন।