সুবর্ণ জয়ন্তী রোভার ডে ক্যাম্প -২০২৪
রোভার স্কাউট দের সেবা মুলক কাজের প্রশিক্ষন বা নির্দেশনা ও আনন্দ বিনোদন এর মাঝে শিখার জন্যই আয়োজন করা হয় ক্যাম্প বা মুট
আগামী ১-৫ মার্চ ২০২৪ তারিখ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক, সুবর্ণজয়ন্তী রোভার মুট আয়োজিত হবে । আর তর অংশ হিসেবে সারা দেশে একদিন এক যুগে আয়োজিত হয় সুবর্ণজযন্তী ডে-ক্যাম্প। এতে রোভার, রোভার লিডার সহ অংশ নেয় কর্মকর্তা ও সেচ্ছাসেবক।এতে রোভারা সারা দিন নানা প্রশিক্ষন গ্রহন করেন, যেমন, তাবুকলা,দড়ির কাজ,পাওনিয়ারিং, ইত্যাদি।
শান্তি বার্তা প্রচার, হাতের কাজ,প্রথমিক প্রতিবিধান ইত্যাদি।
Location
Topics
Communications and Scouting Profile
Good Governance
Youth Programme
Peacebuilding
SDGS