
“সর্বজনীন পেনশন মেলা ২০২৪"
রাজশাহীতে দেশের প্রথমবারের মত সফলভাবে অনুষ্ঠিত হলো “সর্বজনীন পেনশন মেলা ২০২৪"।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। তিনি মেলার শুভেচ্ছা বক্তব্যে সরকারের বিভিন্ন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণকে এসব স্কিমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল ছিল। স্টলগুলোতে পেনশন স্কিম সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছিল এবং আগ্রহীদের সদস্যপদ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। মেলার আরেকটি আকর্ষণ ছিল গম্ভীরা।
উক্ত মেলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মেলার কিছু সচিত্র তুলে ধরা হলো
Location
Topics
Communications and Scouting Profile
Youth Programme
Youth Engagement
Healthy Planet
SDGS