স্কাউটিংয়ের মার্কেটিং-এ মিডিয়া টিম এর ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
Profile picture for user Ahasnat_1
Bangladesh

স্কাউটিংয়ের মার্কেটিং-এ মিডিয়া টিম এর ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান বিশ্ব টিকে আছে মার্কেটিং নামক শব্দটির উপর। মার্কেটিংয়ে যে যত দক্ষ সে তত সামনের দিকে এগিয়ে রয়েছে।স্কাউটিংয়ের মার্কেটিংয়ে বাংলাদেশ স্কাউটস মিডিয়া টিম এর ভূমিকা কতটুকু সেই বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে “স্কাউটিংয়ের মার্কেটিংয়ে মিডিয়া টিমের ভূমিকা বিষয়ক ওয়ার্কশপ” আজ ১৯ সেপ্টেম্বর ২০২০ রোজ শনিবার অনলাইন প্লাটফর্ম “জুম” এপ্লিকেশন ব্যবহার করে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ এর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগ।জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্কশপের সুচনা ঘটে। জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটির সদস্য লায়ন এম আলমগীর এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় সভাপতি জনাব মোঃ মফিজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় উপ-কমিশনার জনাব সালাহ উদ-দীন আহমেদ, জনাব সাফায়াতুল ইসলাম খাঁন ও উপ-পরিচালক জিনাব এ এইচ এম শামসুল আজাদ।ওয়ার্কশপটির সভাপতি ও ওয়ার্কশপ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার স্যার। অর্ধশত প্রশিক্ষনার্থী নিয়ে মিডিয়া টিমের গঠন, প্রশিক্ষণ, স্কাউটিং এর সসম্প্রসারণে মিডিয়া টিমের ভূমিকা, মিডিয়া টিমের সফলতা ও দুর্বলতা বিষয়ে আলোচনা করা হয়।শেষে সুপারিশ মালা প্রনয়ণ ও সামিং আপের মাধ্যমে দিনব্যাপি উক্ত ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।
Location
Topics
Youth Engagement
Growth

Share via

Share