স্কাউটিং ও যুব সমাজ
একজন স্কাউট হবে সুন্দর মনের অধিকারী। কখনও অপরের অনিষ্ঠ করার চিন্তা তো সে করবেইনা বরং কিভাবে তার উপকার করা যায় এই হবে তার ভাবনা। কোন কাজে বা কথায় কেউ মনে কষ্ট পাবে এমন কাজ বা কথা থেকে বিরত থাকবে। তার চিন্তা ও কাজ হবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন। এই হবে একজন স্কাউটের চারিত্রিক বৈশিষ্ট।