
শিশু দের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
“স্কাউটেরা ভালো হওয়ার চেয়ে ভালো কাজ করায় বেশি তৎপর"
স্লোগানে ২১ শে ফেব্রুয়ারী, ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করি আমরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।
উক্ত “শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি" তে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ এস.এম. মনজুরুল ইসলাম ও মো: রশিদুল আমিন, গ্রুপ সম্পাদক আহমেদ সারওয়ার জাহান খান এবং সকল স্তরের রোভার এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Location
Topics
Communications and Scouting Profile
Global Support Assessment Tool
Peacebuilding
SDGS