সাপ্তাহিক ক্রু মিটিং ০৯/০২/২০২৩
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং অনুষ্ঠিত হয় আজ ০৯/০২/২০২৩ তারিখে। ক্রু মিটিংটি ৯০ মিনিট ব্যাপি হয়। এখানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ আনোয়ার মাহমুদ এবং গ্রুপ রোভার স্কাউট লিডার মোসাম্মত আয়েশা আক্তার সহ রোভারবৃন্দ। এখানে সহচর এবং নতুন রোভার সদস্যদের বিভিন্ন জিনিস শিখানো হয়। রোভার সহচরদের পাইওনিয়ারিং শেখানো হয়। উক্ত ক্রু মিটিং এ ৩৭ জন রোভার উপস্থিত ছিলো। আমরা নিয়মিত ক্রু মিটিং আয়োজন করি যেটা ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
Location
Topics
Communications and Scouting Profile
Inner peace and spirituality
Youth Programme
SDGS
Initiatives
Health and Wellbeing