
সাপ্তাহিক ক্রু মিটিং
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং অনুষ্ঠিত হয় গত ০৭/০২/২০২৩ তারিখে। ক্রু মিটিংটি ৯০ মিনিট ব্যাপি হয়। এখানে সহচর এবং নতুন রোভার সদস্যদের বিভিন্ন জিনিস শিখানো হয়। রোভার সহচরদের স্কাউট আইন, প্রতিজ্ঞা, এবং সালাম শেখানো হয়। উক্ত ক্রু মিটিং এ ৩৭ জন রোভার উপস্থিত ছিলো। আমরা নিয়মিত ক্রু মিটিং আয়োজন করি যেটা ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।