Profile picture for user fahim muntashir
Bangladesh

সাপ্তাহিক ক্রু মিটিং

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং অনুষ্ঠিত হয় গত ০৭/০২/২০২৩ তারিখে। ক্রু মিটিংটি ৯০ মিনিট ব্যাপি হয়। এখানে সহচর এবং নতুন রোভার সদস্যদের বিভিন্ন জিনিস শিখানো হয়। রোভার সহচরদের স্কাউট আইন, প্রতিজ্ঞা, এবং সালাম শেখানো হয়। উক্ত ক্রু মিটিং এ ৩৭ জন রোভার উপস্থিত ছিলো। আমরা নিয়মিত ক্রু মিটিং আয়োজন করি যেটা ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
Topics
Better Choice
Youth Programme
Leadership
Initiatives
Skills for Life

Share via

Share