ফায়ার সার্ভিসের ট্রেনিং এ রোভার রা
বাংলাদেশের যে কোনো দূর্যোগে , ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে তাদের উদ্ধার কাজেএ মানুষের সেবায় নিয়োজিত নিবেদিত প্রান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিভিন্ন দূর্যোগে উদ্ধার কাজে তাদের পাশে থেকে কাধে কাধ মিলিয়ে কাজ করে যায় বাংলাদেশ স্কাউটস এর সদস্য রা। রানা প্লাজা সহ অসংখ্য দূর্যোগের সময় একসাথে কাজ করে আসছে রোভাররা। গত ২৭-২৯ এপ্রিল ২০২৩ এ গাজীপুর ফায়ার সার্ভিস এর কার্যালয়ে এই প্রশিক্ষনের আয়োজন করা হয় এতে গাজীপুর জেলা রোভার থেকে লিডার সহ প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহণ করে।
Edit
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক 'ভলান্টিয়ার প্রশিক্ষণ কোর্স ২০২৩' এ অংশ গ্রহণের মাধ্যমে কিভাবে একজন ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করা যায় উদ্ধার কাজে কী কী করনীয় এবং কী কী পদক্ষেপ গ্রহনের ফলে তা দ্রুত সমাধান করা সম্ভব সেই বিষয়ে প্রশিক্ষণ লাভ করি।
Location
Topics
Communications and Scouting Profile
Personal safety
Better Choice
SDGS