Profile picture for user roverabidasultana
Bangladesh

পথশিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রম।

শিক্ষাই জাতির মেরুদণ্ড এই মনোভাব নিয়ে আমরা গাজীপুর এর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পথশিশু শিক্ষা কার্যক্রম করি। এতে পথশিশুরাও একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠবে সু শিক্ষা নিয়ে। দেশ এর হয়ে কাজ করবে এবং দেশ কে নিয়ে এগিয়ে যাবে। আমরা কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর ৫ সদস্য প্রতি শুক্রবার এই কার্যক্রম করে থাকি। এই কার্যক্রম এ সুরক্ষা ফ্যামিলি যুব ফাউন্ডেশন সহযোগিতা করেন। **রোভার আবিদা সুলতানা** কাজী আজিমউদ্দিন কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ
Location
Topics
Leadership
Peacebuilding
Responsible consumption

Share via

Share