পরিভ্রমণ-২০২০
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড" অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন সদস্য পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ অতিক্রমের উদ্দেশ্যে বের হয়েছেন।
এই দীর্ঘ পরিভ্রমণে তারা প্রকৃতি থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান পর্যবেক্ষণ করছেন।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস হতে মুক্তাগাছা, মধুপুর গড়, ধনবাড়ী জমিদার বাড়ি, ২০১ গম্বুজ মসজিদ,ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু ইকোপার্ক হয়ে সিরাজগঞ্জ পলিটেকনিক থেকে উল্লাপাড়া উপজেলা পরিষদ, সিরাজগঞ্জে গিয়ে তাদের পরিভ্রমণ শেষ হবে। উক্ত পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার হলোঃ
১.মো. রুমান হোসেন
২.মাসুম মিয়া
৩.সোহেল মিয়া
৪. মো. মোরাদ হাসান
এই কষ্টসাধ্য পরিভ্রমনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।