পদ্মা সেতুর শুভ উদ্বোধন

আজ ২৫ জুন ২০২২, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর শুভ উদ্বোধন হয়। সেতু উদ্বোধনের উচ্ছ্বাসে ভাসছেন মানিকগঞ্জবাসী। এ উপলক্ষে অত্র জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা -কর্মচারী, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ জেলার সকল দপ্তর, স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অত্র জেলার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিটিভি - এর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সকলে উপভোগ করেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন, মানিকগঞ্জেও বেলুন ও ফেস্টুন উড়িয়ে মূল অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুভূতি ব্যক্ত করেন জেলা প্রশাসক, মানিকগঞ্জ মহোদয়, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়, জেলা পরিষদ প্রশাসক, মানিকগঞ্জ মহোদয়, সিভিল সার্জন, মানিকগঞ্জ মহোদয়, বিজ্ঞ পিপি মহোদয়সহ আরো অনেকে। সবশেষের আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মানিকগঞ্জবাসী উপভোগ করেন স্থানীয় ও বাহিরের শিল্পীদের অসাধারণ সব পরিবেশনা। এসব আয়োজনের মাধ্যমে আজ প্রথম দিনের মতো কর্মসূচির সমাপ্তি হয়।
Location
Topics
Partnerships
Youth Programme
Youth Engagement

Share via

Share