
নিরাপদ পানি ও ব্যবহার বিষয়ক কর্মশালা
আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে চাষাড়া রেল স্টেশনে স্থাপিত পথশিশু প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবহার, প্রয়োজনীয়তা ও সঠিক সেনিটেশন এর প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
১৯ ফেব্রুয়ারী আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলোকিত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ এর উপদেষ্টা স্কাউটার এডভোকেট মোঃ নবী হোসেন, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক স্কাউটার এইচ এম ফারুকুল ইসলাম, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ স্কাউটার মো নবী হোসেন।
আরো উপস্থিত ছিলেন, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ভারপ্রাপ্ত ইফতেখার ভূইয়া রিদ্বিন, রোভার মোঃ তানভীর, রোভার মিজানুর রহমান হিরা,রোভার আরফিন, রোভার আব্দুল্লাহ প্রমুখ ।
Location
Topics
Humanitarian action
Peacebuilding
Health lifestyles
Peacebuilding
SDGS