নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস’ অ্যাওয়ার্ড অর্জন করলেন স্কাউটার মোঃ বাপ্পি
স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যানে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রান সামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্ননিবেদনের করার সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ “ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” অ্যাওয়ার্ড টি প্রদান করা হয়ে থাকে।
“ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” অ্যাওয়ার্ড প্রাপ্তির পর অনুরূপ অতিরিক্ত জনকল্যাণকর কার্যাবলী সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য -”নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
কুর্মিটোলা জেলা এয়ার স্কাউট এর প্রথম ব্যক্তি হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করলেন গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সম্পাদক এবং বাংলাদেশ স্কাউটস, কু্র্মিটোলা জেলা এয়ার এর নির্বাহী কমিটির সদস্য স্কাউটার মোঃ বাপ্পি।