মুজিব শতবর্ষ রোভার মেট কোর্স২০২০
Profile picture for user roverscoutrabbi2@gmail.com_1
Bangladesh

মুজিব শতবর্ষ রোভার মেট কোর্স২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলে রোভার এর ব্যাবস্থাপনায় ১৮-২২ মার্চ সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে মুজিব শতবর্ষ রোভার মেট কোর্স আয়োজন করা হয়। উক্ত মেট কোর্স এ কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা রোভার এর কমিশনার জনাব প্রফেসর মোঃ আমিনুল ইসলাম (এল.টি), জনাব মোঃ ইকবাল আহমেদ খান (এল.টি)সহ সিরাজগঞ্জ জেলা রোভার এর সম্পাদক জনাব মোঃ সামসুল হক (এ.এল.টি)। উক্ত মেট কোর্স এ সিরাজগঞ্জ জেলা রোভার এর বিভিন্ন গ্রুপ থেকে প্রায় ৬০ জন রোভার অংশগ্রহণ করে।
Topics
Youth Programme
Personal safety
Communications and Scouting Profile

Share via

Share